জনাব মো. মুশফিকুর রহমান
চেয়ারপার্সন
১৯ জানুয়ারি ২০২৫ এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন হিসেবে যোগদান করেন মো. মুশফিকুর রহমান (Md Mushfiqur Rahman)।
মো. মুশফিকুর রহমান ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৯৫ সালে ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। প্রায় তিন দশকের ব্যাংকিং খাতের চাকরি জীবনে তিনি যুক্তরাষ্ট্রে সিটিজেন, সিটি ব্যাংক ও এইচএসবিসি এবং বাংলাদেশে এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, শাহজালাল ইসলামী এবং ব্যাংক আল ফালাহ-এ দায়িত্ব পালন করেন। মো. মুশফিকুর রহমানকে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন হিসেবে নিয়োগ দিয়ে ২২ ডিসেম্বর ২০২৪ প্রজ্ঞাপন জারি করে শিল্প মন্ত্রণালয়। উল্লেখ্য, এসএমই ফাউন্ডেশনের ৮ম চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান।