Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ মে ২০২৫

১৭-১৮ মে ২০২৫ এসএমই ফাউন্ডেশন এবং দি এশিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে এবং ভিসা’র আর্থিক সহযোগিতায় নারী-উদ্যোক্তা উন্নয়ন এবং তাঁদের স্টার্টআপকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে Business Pitch Competition আয়োজনের অংশ হিসেবে গ্রুমিং সেশন আয়োজন।


প্রকাশন তারিখ : 2025-05-19

১৭-১৮ মে ২০২৫ এসএমই ফাউন্ডেশন এবং দি এশিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে এবং ভিসা’র আর্থিক সহযোগিতায় নারী-উদ্যোক্তা উন্নয়ন এবং তাঁদের স্টার্টআপকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে Business Pitch Competition আয়োজনের অংশ হিসেবে গ্রুমিং সেশন আয়োজন।

এসএমই ফাউন্ডেশন এবং দি এশিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে এবং ভিসা’র আর্থিক সহযোগিতায় নারী-উদ্যোক্তা উন্নয়ন এবং তাঁদের স্টার্টআপকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে Business Pitch Competition আয়োজনের অংশ হিসেবে ১৭-১৮ মে ২০২৫ সাভারের ব্র্যাক সিডিএম-এ ২৪ জন নির্বাচিত নারী-উদ্যোক্তাকে বিজনেস পিচ-এর কলাকৌশল বিষয়ে দুই দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ পরিচালনা করেন জনাব ফেরদৌস বাপ্পী এবং সিঁথি সালমা খান। প্রশিক্ষণ শেষে ২৪জন নারী-উদ্যোক্তার উপস্থাপিত বিজনেস আইডিয়া, সম্প্রসারণের সম্ভাব্যতা, বাজার চাহিদা, সৃজনশীলতা, মূলধন ব্যবস্থাপনা, প্রেজেন্টেশন স্কিল, ইত্যাদি পর্যালোচনা করে ১০জনের সংক্ষিপ্ত তালিকা করার লক্ষ্যে বিচারকগণ মূল্যায়ন প্রদান করেছেন। উল্লেখ্য, Business Pitch Competition এ অংশগ্রহণের আহ্বান জানিয়ে বিজ্ঞাপন প্রচার করা হলে মোট ৯২জন নারী-উদ্যোক্তা আবেদন করেন। প্রাপ্ত আবেদন পর্যালোচনা এবং সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে ২৪জন নারী-উদ্যোক্তাকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন জনাব মো. মুসফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী, ভিসা-বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার জনাব সাব্বির আহমেদ, এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক জনাব ফারজানা খান, দি এশিয়া ফাউন্ডেশনের পরিচালক জনাব আইনি ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার জনাব ইজলাল মঈন অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের দিক-নির্দেশনা প্রদান এবং ১০জনের সংক্ষিপ্ত তালিকা প্রণয়নে মূল্যায়ন প্রদান করেন।
উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ মাসুদুর রহমান, ভিসা’র পরিচালক জনাব নাসিমুল ইসলাম, দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার রত্না মারিয়া রোজারিও, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক জনাব সালমা সুলতানা ও সহকারী ব্যবস্থাপক জনাব ইমরাত-ই-জান্নাত ইমু।
জুন ২০২৫ মাসের শেষ সপ্তাহে নির্বাচিত ১০জন নারী-উদ্যোক্তাকে নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তম্মধ্যে ০৩জন উদ্যোক্তাকে জুরি বোর্ড বিজয়ী হিসেবে ঘোষণা করবেন। প্রথম স্থান অধিকারী ৫০০০ মার্কিন ডলার, দ্বিতীয় স্থান অধিকারী ৪০০০ মার্কিন ডলার এবং তৃতীয় স্থান অধিকারী ৩০০০ মার্কিন ডলার পুরস্কার লাভ করবেন।