১৮ মে ২০২৫ রিপাবলিক অব জাম্বিয়া’র Ministry of Small and Medium Enterprise Development-এর প্রধান অর্থনীতিবিদ Ms Pamela Chitulangoma-এর নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধিদলের সাথে এসএমই ফাউন্ডেশনের উর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভা আয়োজন।
ফাউন্ডেশনের আগারগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ এবং জাম্বিয়া’র এসএমই খাতের সম্ভাব্য উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মো. নাজিম হাসান সাত্তার এবং মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ ফাউন্ডেশনের কর্মকর্তাগণ এবং বাংলাদেশে Consulate of Republic of Zambia-এর প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।