Wellcome to National Portal
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ মে ২০২৫

১২-২২ মে ২০২৫ ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশনে ‘Technical Assistance for Productivity and Quality Improvement in SMEs through KAIZEN’ ToT প্রশিক্ষণ আয়োজন।


প্রকাশন তারিখ : 2025-05-12

১২-২২ মে ২০২৫ ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশনে ‘Technical Assistance for Productivity and Quality Improvement in SMEs through KAIZEN’ ToT প্রশিক্ষণ আয়োজন।


এমএসএমই খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য বিশ্বব্যাপী স্বীকৃত একটি কৌশল হলো কাইজেন। এটি এমন একটি পদ্ধতি যা যেকোনো কার্যক্রমে ধারাবাহিক উন্নয়নের উপর গুরুত্ব দেয়, যা শূন্য বা অত্যন্ত কম খরচে বাস্তবায়ন করা যায়। এর মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মপরিবেশের উন্নয়ন এবং অপচয় হ্রাস করা সম্ভব।
এ প্রেক্ষিতে, এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং জাইকার সহযোগিতায় প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মহোদয় জনাব মো. মুসফিকুর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক জনাব ফারজানা খান।
১০দিনব্যাপী কাইজেন ToT প্রশিক্ষণ কর্মসূচিতে ICT (ইন ক্লাস ট্রেনিং) প্রশিক্ষণে ২০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীগণের মধ্য রয়েছেন পাঁচটি নির্বাচিত ফ্যাক্টরি প্রতিনিধি হতে ৫ জন, ৫ জন এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা এবং অবশিষ্ট ১০ জন ফ্রিল্যান্সার পরামর্শক। উল্লেখ্য, জুলাই থেকে নভেম্বর ২০২৫ সময়কালে নির্বাচিত কারখানাগুলোতে কাইজেন প্রকল্প বাস্তবায়ন করা হবে।